Auto Refresh and Link Loop

ঢাবি শিক্ষার্থী হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জমিয়তে উলামায়ে ইসলামের

 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ দাবি জানান।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার নিহত হন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন তিনি। শাহরিয়ার স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বলেছে, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসির (ছাত্র–শিক্ষক কেন্দ্র) পাশে ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে একজন ছাত্রকে হত্যা করা খুবই দুঃখজনক ও বেদনাদায়ক। দলটি বলেছে, অন্তর্বর্তী সরকারকে আইনশৃঙ্খলার প্রতি বিশেষ নজর দিতে হবে। এখন‌ো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি।


বিবৃতিতে দাবি করা হয়, সোহরাওয়ার্দী উদ্যানকে কিছু প্রগতিশীল নামধারী মাদকের আখড়া বানিয়ে ফেলেছে। এর ফলে বিশ্ববিদ্যালয় এলাকায় অহরহ ছিনতাই ও খুনের মতো ভয়াবহ অপরাধ সংঘটিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি ছাত্র-শিক্ষক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য আরও সতর্ক অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম।

Previous Post Next Post

pp

Ads

نموذج الاتصال