Auto Refresh and Link Loop

স্ত্রীর হাতে ‘মার খাওয়া’ ফরাসি প্রেসিডেন্টকে কী পরামর্শ দিলেন ট্রাম্প?

 



চলতি সপ্তাহের শুরুতে ভিয়েতনাম সফরে গিয়ে বিমান থেকে নামার সময় এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। উড়োজাহাজের দরজা খোলার মুহূর্তে তার মুখে ধাক্কা মারেন স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ- এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

স্ত্রীর হাতে ফরাসি প্রেসিডেন্টের ‘মার খাওয়া’র ওই ভিডিও নিয়ে এবার প্রতিক্রিয়া জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (৩০ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প পারিবারিক শান্তি বজায় রাখার পরামর্শ দিয়েছেন ম্যাক্রোঁ দম্পতিকে।

ম্যাক্রোঁর উদ্দেশে কোনো পরামর্শ আছে কি না- জানতে চাইলে ট্রাম্প মুচকি হেসে বলেন, দরজাটা যেন বন্ধই থাকে, সেটা নিশ্চিত করুন।

ভাইরাল ভিডিওটি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ওটা খুব একটা ভালো দেখায়নি। ঘটনাটি নিয়ে তিনি ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেছেন এবং তারা দু’জনই ভালো আছেন। আমি তাদের খুব ভালো করে চিনি। তারা সত্যিই ভালো মানুষ।

ফরাসি প্রেসিডেন্টের মুখে স্ত্রী ব্রিজিতের ধাক্কার ওই ভিডিওটি গত রবিবার হ্যানয়ে ফরাসি প্রেসিডেন্টের উড়োজাহাজ অবতরণের পর ধারণ করা হয়। ভিডিওতে দেখা যায়, ৭২ বছর বয়সী ব্রিজিত তার ৪৭ বছর বয়সী স্বামীর মুখে হালকা ধাক্কা দেন। এসময় ম্যাক্রোঁ দ্রুত নিজেকে সামলে নেন এবং বাইরে তাকিয়ে উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়েন।

এদিকে ভিডিওটি ঘিরে চলমান আলোচনা নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ঘটনাটি নিয়ে অতিরঞ্জিত মন্তব্য করা হচ্ছে। এটি একটি গুজব এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।





Previous Post Next Post

pp

Ads

نموذج الاتصال